Site icon Jamuna Television

মালয়েশিয়ায় হত্যার অভিযোগে ১২ বাংলাদেশি আটক

আহমাদুল কবির, মালয়েশিয়া:
মালয়েশিয়ায় এক বাংলাদেশিকে হত্যার অভিযোগে ১২ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। আটক প্রত্যেককেই ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এরআগে বুধবার পেনাং রাজ্যের সেবারাং পেরাইয়ের জালান আরা কুডাতে সবজি বাগানে কর্মরত এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত বাংলাদেশির নাম মোহাম্মদ আবদুল লতিফ (৫৯)।

সেবেরাং পেরাই উত্তর জেলা পুলিশ প্রধান (এসপিইউ) সহকারী কমিশনার নূরিকানে মোহাম্মদ নূর বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে যে, আটককৃত বাংলাদেশিরা সম্ভাব্য হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। যাদের বয়স ২৫-৩০ বছর বয়সি।

পুলিশ আরও জানায়, ছুরি বা কোদাল দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।

ওই এলাকার একজন মালী জানান, খুন হওয়া লতিফ গত বুধবার সকাল ৯টার দিকে বাংলাদেশে পরিবারের জন্য টাকা পাঠানোর জন্য বেতন আনতে মালিকের বাড়িতে গিয়েছিলেন। পরে মালিকের কাছ থেকে পাওয়া মালয়েশিয়ান ৩ হাজার রিঙ্গিতেরও বেশি পরিমাণ অর্থ নিয়ে বাসায় আসে। এরপরের দিন সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

টিবিজেড/

Exit mobile version