Site icon Jamuna Television

জুয়াখেলাকে কেন্দ্র করে যুবককে হত্যা

জুয়াখেলাকে কেন্দ্র করে যুবককে হত্যা

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে জুয়াখেলাকে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে প্রতিপক্ষরা। শুক্রবার ভোরে উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার পরিত্যক্ত হোসাফ মিটার লিমিটেড কারখানার ভিতরে এ ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই কারখানার ভিতরে গেলো রাতে ৪/৫ জনের একদল যুবক জুয়া খেলছিল। এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হলে এক যুবকে ছুরিকাঘাত করা হয়। ওই যুবকের মৃত্যু নিশ্চিত ভেবে কারখানা থেকে তাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফেলে দেওয়ার চেষ্টা করে বাকিরা। এসময় স্থানীয়রা দেখে তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন মজুমদার জানান, জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে। আটকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী জানা গেছে জুয়াখেলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। তবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান ওসি।

Exit mobile version