Site icon Jamuna Television

করোনায় পুলিশের স্বাস্থ্য সুরক্ষায় যোগব্যায়াম

দেশে করোনা পরিস্থিতিতে পুলিশের স্বাস্থ্য সুরক্ষায় যুক্ত হলো যোগব্যায়াম। আজ শুক্রবার থেকে ঢাকা মহানগর পুলিশের স্বাস্থ্য সুরক্ষায় যোগব্যায়াম অনুশীলন কার্যক্রম শুরু হয়েছে। খবর বাসস।

ডিএমপি এসি ফোর্স কে এন রায় নিয়তি বলেন, শুক্রবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে একটি ইয়োগা সেশন অনুষ্ঠিত হয়। এতে ডিএমপির দুই শতাধিক সদস্য অংশ গ্রহণ করেন। ইয়োগা সেশনটি পরিচালনা করেন বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ইয়োগা বা যোগব্যায়াম শুধু রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণই করে না, রোগ নিরাময়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রতিদিন নিয়মিত শরীরচর্চার পাশাপাশি শুক্র ও শনিবার সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে আটটা পর্যন্ত ইয়োগা সেশন অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে সকলে এই সেশনে অংশ গ্রহণ করে ইয়োগার বিভিন্ন কলা- কৌশল রপ্ত করে নিয়মিত চর্চা করবেন।

টিবিজেড/

Exit mobile version