Site icon Jamuna Television

বিশ্বকাপের জার্সি নিলামে তুলেছেন মোহাম্মদ আশরাফুল

করোনাভাইরাসের মহামারিতে বিপর্যস্ত মানুষের সাহায্যার্থে ২০০৭ বিশ্বকাপের জার্সি নিলামে তুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

আজ শুক্রবার আশরাফুল নিজেই তার জার্সিটি নিলামে তোলার বিষয়টি ফেসবুকের মাধ্যমে এক ভিডিও বার্তায় জানান।

এসময় অলরাউন্ডার আশরাফুল বলেন, আশা করি আপনারা সবাই এই জার্সিটি কেনার জন্য বিট করবেন। এটার মূল্য যত বেশি হবে তত বেশি শিল্পী, খেলোয়াড়, স্টাফদের সাহায্য করতে পারব। তাদের জন্যই এই নিলামটা করা হচ্ছে।

আশরাফুল জানায়, বিশ্বকাপ জার্সিটিতে সাবেক কোচ ডেভ হোয়াটমোর ও সেই সময়ের অধিনায়ক হাবিবুল বাশারসহ দলের সবার অটোগ্রাফ রয়েছে।

বাংলাদেশ আর্ট উইক ভার্চুয়াল চ্যারিটি-নিলামের মাধ্যমে ১৯ জুন রাত ৮টার সময় নিলামের কার্যক্রম শুরু হবে। নিলামে অংশ নেয়ার জন্য অংশগ্রহণকারীদের করতে হবে রেজিস্ট্রেশন। লাইভ অ্যান্ড সাইলেন্ট অকশন রুমের ফেসবুক গ্রুপে নিলামে রেজিস্ট্রেশনের দিকনির্দেশনা দেয়া রয়েছে। সেখানেই লাইভে দেখা যাবে জার্সিটির নিলাম।

এর আগে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাশরাফী বিন মোর্ত্তজা, তাসকিন আহমেদ, সৌম্য সরকারসহ অনেক ক্রিকেটার তাদের ব্যবহৃত ক্রিকেট সরঞ্জাম নিলামে তুলেছেন।

Exit mobile version