Site icon Jamuna Television

নেইমারের বিরুদ্ধে বার্সেলোনার মামলা

এবার নেইমারের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ এনে তার কাছে বড় অঙ্কের ক্ষতিপূরন চেয়ে মামলা করেছে তার সাবেক ক্লাব বার্সেলোনা। যার জন্য সাড়ে মিলিয়ন অর্থাৎ প্রায় ৮১ কোটি টাকা গুনতে হতে পারে নেইমারকে। নিজেদের ওয়েবসাইটে মামলার বিষয়টি নিশ্চিত করেছে বার্সা।

১১ আগস্ট বার্সেলোনার শ্রম আদালতে ক্ষতিপূরণ চেয়ে মামলা করে বার্সা। গত বছর অক্টোবরে বার্সার সঙ্গে নতুন পাঁচ বছরের চুক্তিতে সাড়ে আট মিলিয়ন ইউরো বোনাস পেয়েছিলেন নেইমার। কিন্তু বছর না যেতেই দলবদলের রেকর্ড গড়ে পিএসজিতে যোগ দিয়েছেন ব্রাজিলীয় ফরোয়ার্ড। বার্সার দাবি, নেইমার অথবা তাঁর নতুন ক্লাব পিএসজিকে ১০ শতাংশ সুদসহ ফেরত দিতে হবে এই অর্থ। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে ফিফা ও ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনকেও নিজেদের দাবির কথা জানিয়েছে বার্সেলোনা।

Exit mobile version