Site icon Jamuna Television

নিজের বাঙ্কারে ফিরে যান, ট্রাম্পকে সিয়াটলের মেয়র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সিয়াটল নিয়ে মাথা না ঘামিয়ে নিজের বাঙ্কারে ফিরে যান এমন আহ্বান জানিয়েছেন স্থানীয় মেয়র জেনি ডুরকান।

যুক্তরাষ্ট্রে চলমান বর্ণবাদবিরোধী আন্দোলনের অংশ হিসেবে সিয়াটলে ক্যাপিটল হিল স্বায়ত্তশাসিত অঞ্চলে গত কয়েকদিন ধরে বিক্ষোভকারীরা অবস্থান করছেন। এরপর বৃহস্পতিবার বিক্ষোভকারীদের সেখানে থেকে হটিয়ে দেওয়ার হুমকি দেয় ট্রাম্প।

একাধিক টুইটে সিয়াটল কর্তৃপক্ষকে ট্রাম্প বলেন, ‘শহরের নিয়ন্ত্রণ নিন। আপনি না পারলে আমিই নেব।’‘স্থানীয় সন্ত্রাসীরা সিয়াটলের নিয়ন্ত্রণ নিয়েছে। এদেরকে এখনই আটকান।’

এরপরই পাল্টা টুইট করেন সিয়াটলের মেয়র জেনি ডুরকান। তিনি ট্রাম্পকে উদ্দেশ্যে করে লিখেন, ‘আমাদের সবাইকে নিরাপদ থাকতে দিন। আপনি নিজের বাঙ্কারে ফিরে যান।’

সম্প্রতি হোয়াইট হাউজ এলাকায় বিক্ষোভ চলার সময় সিক্রেট সার্ভিসের সহায়তায় হোয়াইট হাউসের ভেতরে একটি গোপন বাঙ্কারে লুকিয়ে ছিলেন ট্রাম্প।

টিবিজেড/

Exit mobile version