Site icon Jamuna Television

জ্বর, শ্বাসকষ্ট নিয়ে ডিএমপির এএসআই’র মৃত্যু

জ্বর, শ্বাসকষ্ট নিয়ে ঢাকা মেট্রো পলিটন পুলিশের (ডিএমপি) এএসআই নুরুল আলম (৫৭) মারা গেছেন। আজ শুক্রবার সকালে গুরুতর অবস্থায় রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

সারাদিন এএসআই নুরুল আলমকে আইসিইউতে রাখা হয়। আজ রাত ৯ টার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এএসআই নুরুল আলম সায়েদাবাদ পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত ছিলেন। তার গ্রামের বাড়ি লাকসামে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নুরুল আলমের করোনা টেস্ট এর নমুনা নেয়া হয়েছিলো, রিপোর্ট হাতে আসার আগেই তিনি মারা যান।

টিবিজেড/

Exit mobile version