Site icon Jamuna Television

তুচ্ছ ঘটনায় বরিশালে যুবক খুন

বরিশাল ব্যুরো:

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বরিশাল নগরীতে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে রুপাতলী মওলানা ভাসানী সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মামুন মাতুব্বর (৩৮) পেশায় দিনমজুর। তার বাড়ি পটুয়াখালীর ছোটবিঘাই গ্রামে। তিনি পরিবার নিয়ে ভাসানী সড়কে ভাড়া থাকতেন।

এদিকে, হত্যাকাণ্ডের ঘটনায় মো. রাব্বী(৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে।

বরিশাল মহানগর পুলিশের কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, নিহত মামুনের সাথে রাব্বীর পূর্ব বিরোধ ছিলো। শুক্রবার সন্ধ্যার পরে মামুনের কবুতরের ঘরে ঢিল ছোড়ে রাব্বী। এ নিয়ে দুই জনের মধ্যে তর্কের এক পর্যায়ে মামুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে রাব্বী। রক্তাক্ত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।

তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

Exit mobile version