Site icon Jamuna Television

সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নু আর নেই

সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নু।

দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নু আর নেই।

শনিবার সকাল ৮টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তার মৃত্যুতে বিশিষ্ট শিল্পপতি ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম, দৈনিক যুগান্তরের প্রকাশক সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এবং দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম গভীর শোক প্রকাশ করেছেন।

গতকাল শুক্রবার ভোররাতে আফতাবনগরের নিজ বাসায় গ্যাসের লাইন থেকে আগুন ধরে গেলে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

উল্লেখ্য, গত ২ এপ্রিল মোয়াজ্জেম হোসেন নান্নুর একমাত্র ছেলে স্বপ্নিল আহমেদ পিয়াস একই বাসায় আগুনে দগ্ধ হয়ে মারা যান।

Exit mobile version