Site icon Jamuna Television

ইউক্রেনের ফার্স্ট লেডি করোনায় আক্রান্ত

ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা। ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির স্ত্রী ও দেশটির ফার্স্ট লেডি ওলেনা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার করোনা পরীক্ষায় তার পজেটিভ ফল এসেছে।

ফেসবুকে দেয়া এক পোস্টে ওলেনা বলেছেন, আজ আমি করোনা পরীক্ষার পজেটিভ রিপোর্ট পেয়েছি। এটি অপ্রত্যাশিত খবর। বিশেষ করে আমি, আমার পরিবার প্রতিনিয়ত মাস্ক, গ্লাভস ও দূরত্ব মেনে চলেছি তারপরও আমার রিপোর্ট পজেটিভ এসেছে।

ওলেনা বলেছেন, বর্তমানে তিনি ভালো আছেন। হাসপাতালে ভর্তি হননি। তবে স্বামী ও সন্তান থেকে আইসোলেশনে আছেন তিনি।

ইউক্রেনে শনিবার (১৩ জুন) সকাল ১০টা পর্যন্ত মোট ২৯ হাজার ৭৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৮৭০ জন।

Exit mobile version