Site icon Jamuna Television

চীনে গত ২৪ ঘণ্টায় আবারও নতুন করোনা রোগী শনাক্ত

ছবি: সংগৃহীত

চীনে গত ২৪ ঘণ্টায় আবারও নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনিবার নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। নতুন আরও ১১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

বলা হয়েছে, নতুন সংক্রমিত ১১ জনের ৫ জন এসেছে বিদেশ থেকে। বাকি ৬ জন বেইজিংয়ের বাসিন্দা। তবে করোনায় মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি এদিন। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৭৫।

আক্রান্তদের সংস্পর্শে আসা ৩ হাজার ১৯৭ জনকে মেডিকেল অবজার্ভেশনে রাখা হয়েছে। এখনও হাসপাতালে চিকিৎসাধীন ৭৪ জন। তবে এদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়।

শুক্রবার সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন আরও দু’জন। সব মিলিয়ে চীনে সুস্থ হয়েছেন ৭৮ হাজার ৩শতাধিক মানুষ; মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৪ জনের।

Exit mobile version