Site icon Jamuna Television

আজ মাঠে নামছে মেসির বার্সেলোনা

ছবি: সংগৃহীত

আজ মাঠে নামছে লিওনেল মেসির বার্সেলোনা। স্প্যানিশ লিগে রাত ২টায় তাদের প্রতিপক্ষ মায়োর্কা।

পুনরায় লা লিগা শুরু হবার ৩য় দিনে মাঠ মাতাবে কাতালান জায়ান্টরা। যেখানে পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের থেকে মাত্র ২ পয়েন্ট ব্যবধানে এগিয়ে মেসি-সুয়ারেজরা।

ম্যাচ শুরুর আগেই বার্সা জানিয়েছে, প্রতিটি ম্যাচই এখন তাদের জন্য ফাইনাল। কোনো ম্যাচেই পয়েন্ট হারাতে চায় না তারা। দুই দলের মুখোমুখি ৩৫ দেখায় ২৩ জয় নিয়ে বার্সা এগিয়ে রয়েছে। বিপরীতে মাত্র ৭ জয় মায়োর্কার।

সবশেষ ২০১০ সালে বার্সেলোনার বিপক্ষে ড্র করেছিলো মায়োর্কা। আর সবশেষ জয় ছিলো ২০০৯ সালে।

Exit mobile version