Site icon Jamuna Television

অবশেষে পুলিশ বিভাগের সংস্কার প্রস্তাবে ট্রাম্পের সম্মতি

যুক্তরাষ্ট্রের পুলিশ বিভাগে সংস্কারের প্রস্তাবে অবশেষে সম্মতি দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি- কার্যকরী হলেও, শ্বাসরোধের মতো পদ্ধতি বন্ধ করা হবে।

বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ‘জাস্টিস ইন পুলিশিং অ্যাক্ট- টু থাউজেন্ড টোয়েন্টি’ বিল উত্থাপন করেছিলেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। প্রথমে অসম্মতি জানালেও, কিছু সংস্কারের মাধ্যমে বিলটিকে অনুমোদন দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট।

ডোনাল্ড ট্রাম্প বলেন, পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করার লক্ষ্যে বেশকিছু সংস্কার আনবে সরকার। সঠিকভাবে দায়িত্ব পালনে দেয়া হবে উপযুক্ত প্রশিক্ষণ। পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। কিন্তু, ৯ মিনিটের মতো শ্বাসরোধ করে রাখাটা সত্যি অন্যায়।

এদিকে, জর্জ ফ্লয়েড হত্যার বিচারের দাবিতে দেশটিতে ১৯তম দিনে গড়ালো বর্ণবাদ বিরোধী আন্দোলন। এ সংশ্লিষ্ট শুনানির পাশাপাশি, বিক্ষোভের আড়ালে লুটপাটকারীদেরও সিসিটিভির মাধ্যমে শনাক্ত করছে পুলিশ। যুক্তরাষ্ট্রের দেখাদেখি অন্যান্য দেশেও উঠেছে আইনশৃঙ্খলা বাহিনীতে সংস্কারের দাবি।

Exit mobile version