Site icon Jamuna Television

রেড জোন ঘোষিত এলাকায় সাধারণ ছুটির সিদ্ধান্ত

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

রেড জোন ঘোষিত এলাকাসমূহে সাধারণ ছুটি থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। শুক্রবার এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়া হয়।

প্রতিমন্ত্রী জানান, যে সব এলাকা রেড জোন ঘোষণা করা হয়েছে ওইসব এলাকা লকডাউন করে দেয়া হবে। সেই এলাকায় সাধারণ ছুটি থাকবে। তবে অন্যান্য স্থানে অফিস ও গণপরিবহন স্বাস্থ্যবিধি মেনে আগের মতোই চলবে।

এছাড়া আগামী দু’এক দিনের মধ্যেই সারা দেশে অধিক সংক্রমণ এলাকাগুলোকে চিহ্নিত করে ‘রেড জোন’ ঘোষণা করা শুরু হবে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি আরও জানান, যেখানে রেড জোন হবে সেটাকে ব্লক করা হবে। সেটাকে ম্যানেজমেন্ট করার চেষ্টা করা হবে। সেখানে সাধারণ ছুটি থাকবে।

একইসাথে রেড জোনগুলোতে করোনা পরীক্ষায় বুথ বসানো হবে বলে নিশ্চিত করেন তিনি। সেখানে চিকিৎসক ও অ্যাম্বুলেন্স থাকবে। খাবারের ব্যবস্থা করা হবে। চারপাশ থেকে ওই অঞ্চলকে ঘিরে দেয়া হবে যাতে মানুষ বাইরে বের হতে না পারে। রেড জোন এলাকায় সবকিছু রেখেই পরিপূর্ণভাবে এটা বাস্তবায়ন করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

Exit mobile version