Site icon Jamuna Television

কলেজ শিক্ষার্থীকে ব্ল্যাকমেইল: পর্নোগ্রাফি আইনে যুবক গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের বাসাইলে এক কলেজ শিক্ষার্থীকে তার আপত্তিকর ছবি নিয়ে ব্ল্যাকমেইল করায় পর্নোগ্রাফি আইনে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার গভীর রাতে উপজেলার হাবলা ইউনিয়নের টেংগুরিয়া পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাকৃত রাসেল মিয়া (২৮) বাসাইল উপজেলার টেংগুরিয়া পাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। এসময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, ৩টি পেনড্রাইভ এবং ১টি ওটিজি কেবল উদ্ধার করা হয়।

র‌্যাব-১২ ও সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে বাসাইল থানায় সোপর্দ করা হয়। অভিযুক্ত ওই ব্যক্তি অনার্সের এক শিক্ষার্থীর আপত্তিকর ছবি নিয়ে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে আসছিলো। পরে ওই শিক্ষার্থী নিজে বাদি হয়ে ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ৮(১) (২) ধারায় মামলা দায়ের করেন। মামলার পর তাকে গ্রেফতার করা হয়।

Exit mobile version