Site icon Jamuna Television

ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবস্থা স্থিতিশীল; তবে ঝুঁকিমুক্ত নন

ডা. জাফরুল্লাহ চৌধুরী- ফাইল ছবি।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তার ফুসফুস এবং গলার প্রদাহে ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তার নিয়মিত ডায়ালাইসিস, বিশেষায়িত চেস্ট ফিজিওথেরাপি ও অনান্য চিকিৎসা চলমান আছে বলে জানিয়েছেন তার চিকিৎসক অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মামুন মোস্তাফি।

শনাক্ত হওয়ার ২০ দিন হতে চললেও জাফরুল্লাহ চৌধুরীর শরীরে এখনো করোনাভাইরাস আছে। তবে তার অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের দরকার হচ্ছে না। তবে এখনো তিনি ঝুঁকিমুক্ত নন।

৪ জুন রাতে এই মুক্তিযোদ্ধা চিকিৎসকের শারীরিক অবস্থার অবনতি হয়। তবে শনিবার থেকে ধীরে ধীরে তার উন্নতি হতে থাকে।

উল্লেখ্য, গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনা শনাক্তে র‍্যাপিড টেস্টিং কিট দিয়ে পরীক্ষা করে গত ২৫ মে জাফরুল্লাহ চৌধুরী জানান, তিনি করোনাভাইরাসে আক্রান্ত। এরপর বিএসএমএমইউ’র পিসিআর পরীক্ষা থেকেও ২৮ মে তার করোনা পজেটিভ আসে। জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরিন হক এবং ছেলে বারিশ চৌধুরীও করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। তবে, তার স্ত্রীর প্রথম পরীক্ষায় নেগেটিভ এসেছে।





Exit mobile version