Site icon Jamuna Television

ভয়াল মাগুরছড়া দিবস আজ

আজ ভয়াল মাগুরছড়া দিবস। ১৯৯৭ সালের এইদিন মধ্যরাতে মৌলভীবাজারের মাগুরছড়া গ্যাস কুপে ভয়াবহ বিষ্ফোরণে পুড়ে যায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রায় ২৫ হাজার গাছ জীবজন্তুসহ আশপাশের প্রায় ৮৭.৫০ একর এলাকা।

এতে চা বাগান, বনাঞ্চল, বিদ্যুৎলাইন, রেলপথ, সড়কপথ, গ্যাসকূপ, পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। বিস্ফোরণে পুড়ে যায় ভূ-গর্ভস্থ উত্তোলনযোগ্য ২৪৫.৮৬ বিসিএফ গ্যাস। যার তৎকালিন মূল্য প্রায় ১৪ হাজার কোটি টাকা। গ্যাস ছাড়া পরিবেশ ও অন্যান্য ক্ষতির পরিমাণ সেই সময় ধরা হয়েছিল ১০ হাজার ১১৬ কোটি টাকা।

অক্সিডেন্টাল কোম্পানি যৎসামান্য ক্ষতিপুরণ দিয়ে ইউনিকল নামে আরেকটি কোম্পানির কাছে ফিল্ড বিক্রি করে বাংলাদেশ থেকে চলে যায়। পরবর্তীতে ইউনিকল আরেক মার্কিন কোম্পানি সেভরনের কাছে গ্যাসকূপ বিক্রি করে দেশ ত্যাগ করে। তবে এখন সেভরনও তাদের সম্পদ বিক্রি করার প্রক্রিয়ায় রয়েছে।

Exit mobile version