Site icon Jamuna Television

ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন মন্ত্রী। সেইসাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান কাদের।

উল্লেখ্য, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার ‍মৃত্যুবরণ করেন।

Exit mobile version