Site icon Jamuna Television

স্বাচ্ছন্দ্যে হজ পালনে ধর্ম প্রতিমন্ত্রীর অবদান দেশবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: হাব সভাপতি

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর সাথে হাব সভাপতি। ছবি- সংগৃহীত।

ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব শেখ মো. আব্দুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- হাব’র সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিম। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

হাবের সভাপতি বলেন, স্বল্প সময়ে হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা, হাজিদের স্বাচ্ছন্দ্যে পবিত্র হজব্রত পালনে তিনি যে অবদান রেখে গেছেন তা দেশবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার নেতৃত্বে বিগত হজ অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমে তিনি যে আন্তরিকতা ও দক্ষতার পরিচয় দিয়েছেন সে জন্য এলাকার মানুষের হৃদয়জুড়ে তিনি অমলিন হয়ে থাকবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের হজযাত্রী ও হজ এজেন্সিসমূহের কল্যাণে আত্মনিবেদিত আলহাজ্ব শেখ মো. আবদুল্লাহর মৃত্যুতে বাংলাদেশ একজন সৎ, আদর্শবান ও দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারালো।

Exit mobile version