Site icon Jamuna Television

করোনাভাইরাসে স্বাস্থ্য সচিবের স্ত্রীর মৃত্যু

করোনাভাইরাস আক্রান্ত হয়ে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানের সহধর্মিণী কামরুন্নাহার মৃত্যুবরণ করেছেন।

শনিবার (১৩ জুন) দিবাগত রাত ১২টার পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কামরুন্নাহার দুই পুত্র ও এক কন্যাসন্তানের জননী।

জানা যায়, করোনাভাইরাস আক্রান্ত স্বাস্থ্য সচিবের সহধর্মিণী কামরুন্নাহারকে গত বুধবার (১০ জুন) সিএমএইচে ভর্তি করা হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নানের বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের মানিকখালি গ্রামে।

টিবিজেড/

Exit mobile version