Site icon Jamuna Television

রাজধানীর পূর্ব রাজাবাজারে চলছে ৫ম দিনের মতো লকডাউন

রাজধানীর পূর্ব রাজাবাজারে চলছে ৫ম দিনের মতো লকডাউন

রাজধানীর পূর্ব রাজাবাজারে চলছে ৫ম দিনের মতো জোন ভিত্তিক লকডাউন। রােববার সকাল থেকে দেখা গেছে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঢুকতে এবং বের হতে দেয়া হচ্ছে না। প্রবেশ পথে কড়াকড়ি ব্যবস্থা নেয়া হয়েছে। শুধুমাত্র জরুরী সেবার সাথে যারা জড়িত তাদের বাইরে বের হতে দেয়া হচ্ছে।

এছাড়া লকডাউন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। সরকারের এই উদ্যোগকে সমর্থন দিয়েছে এলাকাবাসী।

পুলিশ বলছেন, আগের তুলনায় সচেতন ও স্বাস্থ্য বিধি মেনে চলছে এলাকাবাসীরা।

উল্লেখ্য, মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত ১২ টা থেকে এই লকডাউন শুরু হয়েছে। এ সময় একটি বাদে এলাকার সবগুলো প্রবেশ মুখই বন্ধ করে দেয়া হয়। তবে জরুরি সেবা লকডাউনের আওতার বাইরে থাকছে।

এর আগে ঝুঁকি বিবেচনায় বিভিন্ন এলাকাকে তিন রঙের ভাগ করা হয়। রাজধানী ঢাকায় প্রতি এক লাখের মধ্যে ৩০ কিংবা ৪০ জনের বেশি আক্রান্ত এমন এলাকাকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ রেড বা লাল জোনে ভাগ করা হয়।

Exit mobile version