Site icon Jamuna Television

ভিন্ন ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ

লা লিগায় ভিন্ন ম্যাচে আজ মাঠে নামবে জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। সন্ধ্যা ছয় টায় মুখোমুখি হবে অ্যাথলেটিক বিলবাও-অ্যাটলেটিকো মাদ্রিদ। আর রাত সাড়ে ১১টায় এইবারকে আতিথ্য দেবে গ্যালাকটিকোরা।

লিগ শিরোপা জয়ের লড়াইয়ে টিকে থাকতে এইবারের বিপক্ষে তিন পয়েন্ট চায় রিয়াল মাদ্রিদ। গেল ম্যাচে বার্সেলোনা জয় পাওয়ায় এক ম্যাচে বেশি খেলে পাঁচ পয়েন্টের লিড নিয়ে কাতালান জায়ান্টরা। এইবারকে হারালে আবারো ব্যবধানটা দুইয়ে নেমে আসবে।

করোনার পর প্রত্যাবর্তনের ম্যাচে লম্বা চোট কাটিয়ে ফিরছে মিডফিল্ডার মার্কো আসেনসিয়ো ও ফরোয়ার্ড এডিন হ্যাজার্ড। তবে ইনজুরিতে লুকা ইয়োভিচ ও ন্যাচো। স্প্যানিশ গনমাধ্যম বলছে, চার, চার, দুই ফর্মেশনে মাঠে নামবে গ্যালাকটিকো। আক্রমন ভাগে বেনজিমার সঙ্গি হ্যাজার্ড।

দুই দলের সবশেষ ম্যাচে এইবারকে ৪-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

Exit mobile version