Site icon Jamuna Television

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৪

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৪

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী জেলা সদরের খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় রড বোঝাই ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। রোববার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, প্রাইভেটকারের যাত্রী মেহেরপুর জেলার মুজিবনগর থানার বল্লভপুর গ্রামের বিপুল বিশ্বাসের স্ত্রী সুব্রতা মেরী (৩২), ছেলে লিজান বিশ্বাস (৬), শ্যালক শ্যামল মণ্ডল (২৮) ও ট্রাকের হেলপার সোহেল (২০)।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ রবিউল ইসলাম জানান, রোববার সকাল ১০ টার দিকে ঢাকা থেকে ফরিদপুরগামী রড বোঝাই ট্রাকের সাথে মুজিবনগর থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারের ৩ জন ও ট্রাকের হেলপার মারা যায়। আহত ৩ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ আহলাদীপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আহলাদীপুর হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান, নিহতের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Exit mobile version