Site icon Jamuna Television

‘বড় তাড়াতাড়ি চলে গেলেন সুশান্ত’, মোদির শোক প্রকাশ

বলিউড সিনেমার অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে ‘আত্মহত্যা’ করেন তিনি। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোশ্যাল মিডিয়ায় এক শোক বার্তায় মোদি লেখেন, সুশান্ত বেশ প্রতিভাবান অভিনেতা ছিলেন। বড় তাড়াতাড়ি চলে গেলেন তিনি। তাঁর টিভি ও সিনেমার কাজের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী বলেন, বিনোদন জগতে তাঁর উত্থান অনেককে অনুপ্রাণিত করেছিল। তাঁর দক্ষতা অনেককেই পিছনে ফেলে দিয়েছিল।

১৯৮৬ সালের ২১ জানুয়ারি পাটনায় জন্মগ্রহণ করেন সুশান্ত সিংহ রাজপুত। পরবর্তীকালে দিল্লিতে চলে যায় তার পরিবার। দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও ভর্তি হন। কিন্তু সেইসময় থেকেই থিয়েটারের দিকে ঝোঁকেন তিনি। নাচও শেখেন। তার জন্য পড়াশোনা শেষ করতে পারেননি।

Exit mobile version