Site icon Jamuna Television

রংপুরে মুরগি মারা নিয়ে বাদাম বিক্রেতা খুন, গ্রেফতার ৩

গত ২৪ ঘণ্টায় রংপুরে নারীসহ মারা গেছেন ৩ জন

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর:

রংপুরের গঙ্গাচড়ায় মুরগি মারা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এক বাদাম বিক্রেতাকে। রোববার বিকেলে আরিফুল ইসলাম নামের ওই বাদাম বিক্রেতার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে বাড়ির পাশের জমিতে ওষুধ ছেটায় উপজেলার মর্নেয়া ইউনিয়নের চর মরনেয়া গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র বাদাম বিক্রেতা আরিফুল ইসলাম (২৫)। ওই জমিতে গিয়ে পাশের বাড়ির সূর্য মিয়ার একটি মুরগি মারা যায়।

এ বিষয় নিয়ে উভয়ের পরিবারের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সূর্যের হাতে থাকা ছুরি আরিফুলের পেটে ঢুকিয়ে দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ সূর্যসহ তিনজনকে গ্রেফতার করেছে।

Exit mobile version