Site icon Jamuna Television

ইরানে ফের মৃত্যুর মিছিল

ইরানে নতুন করে করোনায় মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। দুই মাস স্থিতিশীল অবস্থা দেখার পরে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়েছে। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

রয়টার্সের এক খবরে বলা হয় দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১০৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৮৩৭ জনে। আর দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ৪২৭ জনে পৌঁছেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক ঘোষণায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি বলেন, এটা আমাদের জন্য খুবই বেদনাদায়ক, আজ আমরা তিন সংখ্যায় অবস্থান করছি।

তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ইরান সর্বশেষ ১৩ এপ্রিল শতাধিকের ওপর মৃত্যুর সংখ্যা জানিয়েছিল। সেখানে ১১১ জন করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারানোর কথা বলা হয়েছিল।

Exit mobile version