Site icon Jamuna Television

পীরগাছায় ডোবা থেকে ২ শিশুর লাশ উদ্ধার

রংপুর প্রতিনিধি:

রংপুরের পীরগাছার তাম্বুলপুর ইউনিয়নের রহমতের চরের একটি ডোবা থেকে রোববার বিকেলে ২ শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

পীরগাছা থানার ওসি রেজাউল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সুবর্না ও কাইফা নামের ওই দুই শিশু একে অপরের খালাতো বোন। দুইদিন আগে মায়ের সঙ্গে পার্শ্ববর্তী গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর গ্রাম থেকে রহমত চর গ্রামে খালু আব্দুল খালেকের বাড়িতে বেড়াতে আসে বাবুল মিয়ার কন্যা কাইফা খাতুন (৮)।

রোববার দুপুরে খাওয়ার পর খালেকের কন্যা সুবর্ণা খাতুন (৯) তার খালাতো বোন কাইফাকে নিয়ে বাড়ির পাশে খেলা করছিল। এর কিছুক্ষণ পর তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বিকেল ৫টার দিকে বাড়ির পাশের ডোবায় তাদের লাশ ভাসতে দেখে সুবর্ণার মা।

পুলিশের ধারণা খেলার একপর্যায়ে অসাবধানতাবশত ডোবার পানিতে পড়ে দুই বোনের মৃত্যু হয়েছে।

Exit mobile version