Site icon Jamuna Television

গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন মৃত্যু দেখলো যুক্তরাষ্ট্র

গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন মৃত্যু দেখলো যুক্তরাষ্ট্র

আড়াই মাসেরও বেশি সময় পর করোনাভাইরাসে দৈনিক সর্বনিম্ন মৃত্যু দেখলো যুক্তরাষ্ট্র। দেশটিতে ২৪ ঘণ্টায় প্রাণ হারালেন ৩২৬ জন।

২৫ মার্চের পর, আবারও একদিনে সর্বনিম্ন প্রাণহানি দেখলো মার্কিনীরা। তবে নতুনভাবে শনাক্ত হয়েছেন ২০ হাজারের কাছাকাছি। দেশটিতে মোট এক লাখ ১৮ হাজারের মতো মানুষ প্রাণ হারিয়েছে কোভিড-১৯ এ। সংক্রমিত ২১ লাখ ৬২ হাজারের বেশি।

এদিকে ব্রাজিলে গেলো কয়েকদিন ধরেই তিন অংকে রয়েছে প্রাণহানি। ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬০০। তবে, মৃত্যু আর সংক্রমণের দিক থেকে লাতিন দেশটি এখনো দ্বিতীয় অবস্থানে। বর্তমান হটস্পট মেক্সিকোয় একদিনে ৪২৪ জনের মৃত্যুতে, মোট প্রাণহানি দাড়িয়েছে ১৭ হাজারের মতো।

এছাড়া লকডাউন প্রত্যাহারের পরও ইউরোপের দেশগুলোয় প্রায় শূণ্যের কোঠায় দৈনিক মৃত্যুহার। বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসে ৪ লাখ ৩৫ হাজার ছাড়ালো প্রাণহানি। আক্রান্ত ৮০ লাখের কাছাকাছি।

Exit mobile version