Site icon Jamuna Television

আত্মহত্যা নয়, সুশান্তকে হত্যা করা হয়েছে: দাবি মামার

আত্মহত্যা নয়, সুশান্তকে হত্যা করা হয়েছে: দাবি মামার

বলিউডের তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার মামা। রোববার মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ এটাকে আত্মহত্যা বলে ধারণা করলেও তার মামার দাবি, তাকে হত্যা করা হয়েছে। এছাড়া তার মামা আরসি সিং এই ঘটনা সিবিআইকে দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন। খবর জি২৪ ঘণ্টার।

সুশান্তের মামা আরসি সিং গণমাধ্যমকে বলেন, সুশান্ত আত্মহত্যা করতেই পারেন না। পুরো ঘটনার পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। সুশান্ত সিং আত্মহত্যা করেছেন বলে তার বিশ্বাসই হয় না বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, রাজ্য পুলিশের উপর তার কোনো আস্থা নেই। এ কারণে সিবিআইয়ের মাধ্যমে এ ঘটনার তদন্ত দাবি করেছেন আরসি সিং।

এছাড়া তিনি আরও বলেন, কয়েকদিন আগে সুশান্ত সিংয়ের সাবেক ম্যানেজার দিশা সালিয়ান আত্মহত্যা করেছেন বলে যে দাবি জানানো হয়েছে, সেটাও আসলে হত্যাকাণ্ড।

তবে মুম্বাই পুলিশ বলছে, সুশান্ত দীর্ঘদিন থেকে অবসাদে ভুগছিলেন। গত ছয় মাস ধরে তিনি এজন্য চিকিৎসাও নিচ্ছিলেন।

Exit mobile version