Site icon Jamuna Television

জয় দিয়ে লিগ শিরোপার দৌড়ে ধরে রাখলো রিয়াল

জয় দিয়ে নিজেদের লিগ শিরোপার দৌড়ে ধরে রাখলো রিয়াল মাদ্রিদ। করোনাকালীন বিরতির পর শুরু হওয়া স্প্যানিশ লিগে মাঠে নেমেই এইবারের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে গ্যালাকটিকোরা।

স্যান্টিয়াগো বার্নাব্যুতে সংস্কার কাজ চলায় নিজেদের অনুশীলন মাঠ আলফ্রেডো ডি স্টেফানোতে এইবারকে স্বাগত জানায় রিয়াল। ম্যাচের চতুর্থ মিনিটেই লিড নেয় তারা। ডি বক্সের মাথা থেকে নেয়া টনি ক্রুসের শট ঠেকাতে ব্যর্থ হন গোলরক্ষক দিমিত্রোভিচ। ম্যাচের ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। প্রথমার্ধেই ৩-০ হয় ব্যবধান। গোলরক্ষক হ্যাজার্ডের শট ফেরালেও ফিরতি শটে গোল করেন মার্সেলো।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার একাধিক সুযোগ তৈরি করে এইবার; ৬০ মিনিটে শোধ করে একটি গোল। ২৮ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৫৯। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে আছে গ্যালাকটিকোরা।

Exit mobile version