Site icon Jamuna Television

ধর্ষণ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগে শিশু ধর্ষণ মামলার আসামি মিজান ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। পুলিশের দাবি, তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে ‘তার অনুসারীদের সাথে পুলিশের বন্দুকযুদ্ধ হয়’। ‘পালিয়ে যাওয়ার সময়’ মিজান তার ‘অনুসারীদের গুলিতে’ নিহত হয়।

নিহত মিজানুর রহমান সোনাইমুড়ী পৌর এলাকার নাওতলা গ্রামের বাসিন্দা। গত শনিবার রাতে এক বেকারি শিশু শ্রমিককে ধর্ষণের ঘটনায় বেকারির মালিক থানায় অভিযোগ করলে তাকে আটক করা হয়।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, সোমবার রাত সোয়া দুইটার দিকে সেনবাগ উপজেলার ছাতার পাইয়া পূর্ব বাজারে আটক মিজানুর রহমানকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায়। এসময় তার অনুসারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। একপর্যায়ে মিজান পালিয়ে যাওয়ার সময় নিহত হয়। এ সময় তিন পুলিশ সদস্যও আহত হয়েছে বলে দাবি পুলিশের। ঘটনাস্থল থেকে একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

Exit mobile version