Site icon Jamuna Television

তিন ম্যাচ পরে জয়ের মুখ দেখলো রিয়াল

বৃহস্পতিবার রাতে কোপা দেল রে’র কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে লেগানেসকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। তিন ম্যাচ জয় বঞ্চিত থাকা রিয়াল মার্কো এসেনসিওর শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ের দেখা পায়।

নিয়মিত একাদশের অধিকাংশ ফুটবলার বাইরে রেখে এদিন দল সাজান কোচ জিনেদিন জিদান। কিন্তু কিছুতেই গোলের দেখা পাচ্ছিল না দলটি। ৩৩ মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও গোলের সহজ সুযোগ নষ্ট করেন মাতেও কোভাসিচ। পাল্টা আক্রমণে মার্কোস লরেন্তের হেড ক্রসবারে প্রতিহত হলে এগিয়ে যাওয়া হয়নি লেগানেসের। তবে ম্যাচের শেষ দিকে দারুণ এক ভলিতে রিয়ালের জয় নিশ্চিত করেন আসেনসিও। শেষ ছয় ম্যাচে যা রিয়াল মাদ্রিদের দ্বিতীয় জয়।

বুধবার ফিরতি লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে লেগেনেসকে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ।

যমুনা অনলাইন: এএস/

Exit mobile version