Site icon Jamuna Television

কী আছে সুশান্তের ময়নাতদন্ত রিপোর্টে?

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু, আত্মহত্যা নাকি খুন? এমন প্রশ্ন অনেকেরই। এমনকি প্রয়াতের পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগও আনা হয়েছে। এই সবকিছুর মাঝেই সামনে এলো সুশান্তের ময়নাতদন্তের রিপোর্ট। খবর জি নিউজের।

‘জনসত্তা’ ও ‘নব ভারত টাইম’ এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ময়নাতদন্ত রিপোর্টে সুশান্তের মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলেই উল্লেখ করা হয়েছে। ড. আরএন কুপার মিউনিসিপ্যাল হাসপাতালে ময়নাতদন্ত হয়েছে এ নায়কের। তবে তদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, সুশান্তের শরীরে কোনো ড্রাগ বা বিষ রয়েছে কিনা জেজে হাসপাতালে তা পরীক্ষা করা হবে।

এদিকে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের একটি টিম ইতিমধ্যেই সুশান্তের মৃত্যুর ঘটনার তদন্তে দায়িত্ব নিয়েছে। তারা সুশান্তের ফ্ল্যাটের বিভিন্ন প্রান্ত খতিয়ে দেখছে।

উল্লেখ্য, বলিউড ব্লকবাস্টার অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার মুম্বাইয়ের বান্দ্রার বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

Exit mobile version