Site icon Jamuna Television

হইচই করায় পাশের ঘরের ২ শিশুকে পাঁচতলা থেকে ফেলে দিল প্রতিবেশী

পাশের ঘরের তিনটি বাচ্চা হইচই, চেঁচামেচি করায় পাঁচতলা থেকে দুই বাচ্চাকে ফেলে দিয়েছে প্রতিবেশী। এরমধ্যে একটি শিশু মারা গেছে। অন্যজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা ভারতের কলকাতার বড়বাজার থানা এলাকার ১১৩ নেতাজি সুভাষ বসু রোডের। খবর আনন্দবাজার।

জানা যায়, রোববার সন্ধ্যায় তিন শিশু মিলে টানা বারান্দায় খেলছিল। এসময় বাচ্চাদের এই হুড়োহুড়ি, চেঁচামেচি নিয়ে পাশের ঘরের প্রতিবেশী বিরক্ত হয়ে তিন শিশুকেই পাঁচতলা থেকে ফেলে দিতে যাচ্ছিল। এসময় এক মা দেখতে পেয়ে কোনও রকমে একজনকে ধরে ফেলেন। কিন্তু অন্য দু’টি বাচ্চাকে সত্যিই ছুড়ে ফেলা হয় নীচে। এতে দু’বছরের শিশুটি মারা যায়। ছ’বছরের আরেক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় খুন এবং খুনের চেষ্টার অভিযোগে পড়শি শিবকুমার গুপ্তকে (৫৫) গ্রেফতার করা হয়েছে।

এর দিন পনেরো আগে বাচ্চাদের খেলাধুলো নিয়েই শিবকুমারের সাথে ঝগড়া হয়।

টিবিজেড/

Exit mobile version