Site icon Jamuna Television

ইউরোপে ঝড়ো হাওয়ায় ৮ জন নিহত

উত্তর ইউরোপে শক্তিশালী ঝড়ো হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে বিভিন্ন দেশ। ইতোমধ্যে প্রাণ গেছে অন্তত ৮ জনের। নিহতদের সবাই জার্মানি, বেলজিয়াম ও নেদারল্যান্ডসের নাগরিক।

দেশগুলোর আবহাওয়া কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাত থেকে বাড়তে থাকে বাতাসের তীব্রতা। ঝড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার ছাড়িয়ে যায়। এ অবস্থায় বন্ধ রয়েছে বিমান ও রেল চলাচল। শুধু নেদারল্যান্ডসের শিফোল বিমানবন্দরেই বাতিল হয়েছে তিনশ’র বেশি ফ্লাইট।

গাছ উপড়ে পড়ায় সড়ক পথে যোগাযোগও বন্ধ রয়েছে জার্মানির বিভিন্ন স্থানে। বেলজিয়ামে ঝড়ের কারণে রাজধানীতে বন্ধ আছে ট্রাম চলাচল। যুক্তরাজ্য এবং ইতালিতেও যান চলাচল ব্যাহত হচ্ছে। ঝড়ের কারণে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে বিদ্যুৎহীন রয়েছে হাজার হাজার মানুষ।

 

Exit mobile version