Site icon Jamuna Television

কুষ্টিয়ায় ৮ এলাকা রেড জোন ঘোষণা

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় কুষ্টিয়া জেলার ৮ এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। আজ সন্ধ্যা থেকে লকডাউন কার্যকর করা হবে।

কুষ্টিয়া সদর উপজেলার ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী জানান, লকডাউন হবে এলাকা-ভিত্তিক। আজ সকালে এক বৈঠকে কুষ্টিয়ার করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি মূল্যায়ন করা হয়। এরপর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান ইউএনও।

তিনি জানান, গত এক সপ্তাহ ধরে কুষ্টিয়া শহরে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রতিদিন ২০ থেকে ২৫ জন পর্যন্ত শনাক্ত হচ্ছে। সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী পুরো কুষ্টিয়া জেলায় এখন পর্যন্ত ২২৪ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যার মধ্যে শুধু কুষ্টিয়া সদর এলাকাতেই ৯৫ জন আক্রান্ত হয়েছেন। এ কারণেই কুষ্টিয়া পৌর এলাকার ২১ টি ওয়ার্ডের মধ্যে ১,২,৫,৬,৭,১৬,১৮,২০ এবং সদর উপজেলার হাটস হরিপুর ইউনিয়নের সমস্ত ওয়ার্ড রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। আজ সন্ধ্যা থেকে কঠোর লকডাউন করা হবে।

Exit mobile version