Site icon Jamuna Television

সুশান্ত শেষ ফোনে করেছিলেন বন্ধু মহেশ শেঠিকে!

সুশান্ত শেষ ফোনে করেছিলেন বন্ধু মহেশ শেঠিকে!

মানসিক অবসাদের কারণেই আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুত। প্রাথমিক তদন্তে এমনটাই উঠে আসছে। তবে এ সবকিছুর মাঝে সামনে এসেছে আরও একটি খবর। জি নিউজের এক প্রতিবেদনে জানা যায়, মৃত্যুর আগের দিন (শনিবার) রাতে সুশান্ত ফোন করেছিলেন তার টেলিভিশনের বন্ধু মহেশ শেঠিকে।

এ সম্পর্কে মহেশ জানান, সুশান্ত শনিবার রাতে তাকে ফোন করেছিলেন। কিন্তু সেসময় মহেশ শেঠি নাকি ফোন ধরেননি।

এদিকে সুশান্তের মৃত্যুর পর নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন মহেশ। যেখানে তিনি লিখেছেন, ‘সুশান্তের মৃত্যুর খবর পেয়ে আমি ভেঙে পড়েছি। ও অকালেই চলে গেল। আমি মহেশ শেঠি, ভাই ও কাছের বন্ধুকে হারালাম। আমায় হৃদয় ভেঙে গিয়েছে, বাস্তবটা মানতে পারছি না। আমি সুশান্তের পরিবারের তরফে সংবাদমাধ্যমের আবেদন করছি, দয়া করে একটু একা থাকতে দিন।’

এছাড়া সুশান্তের মৃত্যুতে জিজ্ঞাসাবাদ করা হবে রিয়া চক্রবর্তীকে। পাশাপাশি মহেশ শেঠিকেও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। কারণ শেষ শনিবার রাতে সুশান্ত ফোন করেছিলেন তাকে।

এছাড়া রবিবার মহেশ পুলিশকে জানিয়েছিলেন, মানসিক অবসাদের কারণে চিকিৎসকের দেওয়া ওষুধ কিছুদিন ধরে খাওয়া বন্ধ করে দিয়েছিলেন সুশান্ত। তিনি মহেশকে জানিয়েছিলেন, “আমি ভালো আছি, আর ওষুধের দরকার নেই।”

তবে মহেশ আরও জানিয়েছেন, শেষবার যখন সুশান্তের সঙ্গে তার কথা হয়েছিল, তাকে খুবই ম্রিয়মাণ, ভিতর থেকে দমে যাওয়া বলে মনে হয়েছিল।

Exit mobile version