Site icon Jamuna Television

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণ, ভিডিও ছাড়া হয় ইন্টারনেটে

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১২ ডিসেম্বর শরীয়তপুরের এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণ করে স্থানীয় সামছুল ও তার সহযোগী মজিবর। পুরো ঘটনা মোবাইলে ধারণ করে তাদের সাথে থাকা হৃদয় ও রায়হান। পরে এই ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় সামছুল।

এ ঘটনায় ভুক্তভোগী মেয়ের বাবা সামছুল হক, মজিবর মৃধাসহ ৪ জনকে আসামি করে জাজিরা থানায় মামলা করেছেন। ইতোমধ্যে র‍্যাব সামছুলকে আটক করে। সহযোগী মজিবরসহ তিন আসামি ঘটনার পর থেকে পলাতক।

জাজিরা থানার ওসি মো. এনামুল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সামছুল ধর্ষণের কথা স্বীকার করেছে। দ্রুত সময়ের মধ্যে বাকি আসামিদের গ্রেফতার করা হবে।

Exit mobile version