Site icon Jamuna Television

সরকারের সমালোচনার দায়ে দণ্ডিত হতে যাচ্ছেন ফিলিপাইন সাংবাদিক!

রদ্রিগো দুতের্তে সরকারের কট্টর সমালোচক সংবাদকর্মী মারিয়া রেসাকে দোষী সাব্যস্ত করলেন ফিলিপাইনের আদালত। এরফলে তার ৬ বছরের কারাদণ্ড হতে পারে।

সংবাদভিত্তিক ওয়েবসাইট র‍্যাপলারের প্রধান নির্বাহী মারিয়ার বিরুদ্ধে ৮ বছর আগের এক প্রতিবেদনের সূত্রে অভিযোগ আনা হয়। তার সাথে আরও এক সংবাদকর্মী দোষী সাব্যস্ত হলেন। ঐ প্রতিবেদনে, সাবেক এক বিচারপতির সাথে ধণাঢ্য ব্যবসায়ীর অবৈধ যোগাযোগের অভিযোগ তোলা হয়েছিলো। প্রতিবেদটি প্রকাশের পরই, ২০১২ সালে ফিলিপাইনে কার্যকর হয় ‘সাইবার-লায়াবেল’ আইন। তারই আওতায় ২০১৭ সালে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সিএনএন’এ কাজ করা মারিয়া অর্জন করেছেন বহু আন্তর্জাতিক পুরস্কার।

ফিলিপাইন র‍্যাপলার সম্পাদক মারিয়া রেসা বলেন, আমার বিরূদ্ধে আদালত যে সিদ্ধান্ত নিলো, সেটি বিধ্বংসী। পরোক্ষভাবে বলতে চায়, প্রতিবেদন প্রকাশ করে ভুল করেছে র‍্যাপলার। বার্তাটা খুব স্পষ্ট- সরকার বেঁধে দেয়া নিয়মকানুনের বাইরে গেলেই, পেতে হবে শাস্তি। গণমাধ্যম যেখানে অবরূদ্ধ; সেদেশে গণতন্ত্র অকার্যকর। এমনটা চলতে থাকলে, সংবিধানের অজুহাতে কেড়ে নেয়া হবে গণমাধ্যমের বাকস্বাধীনতা।

Exit mobile version