Site icon Jamuna Television

করোনার ভুয়া সনদ বিক্রয় চক্রের ৪ সদস্য গ্রেফতার

করোনাভাইরাসের ভুয়া নেগেটিভ সনদ বিক্রয়কারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় বেশ কিছু ভুয়া সনদ ও সনদ তৈরীর সরঞ্জাম জব্দ করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল রকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুপুরে রাজধানীর মুগদা এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। চক্রটি বেশ কিছুদিন ধরে ভুয়া সার্টিফিকেট দিয়ে আসছিল এবং এ পর্যন্ত তারা প্রায় দেড়শ জনকে ভুয়া সার্টিফিকেট প্রদান করেছেন।

প্রতিটি সনদে তারা মুগদা জেনারেল হাসপাতালের নাম ব্যাবহার করতো। হাসপাতালটিতে যারা নমুনা দিতে আসতেন তাদের বাগিয়ে নিয়ে ৫ থেকে ৭ হাজার টাকার বিনিময়ে সার্টিফিকেট দেয়া হত বলে জানায় র‍্যাব।

এসব ভুয়া সার্টিফিকেট গ্রহণকারীদের কাউকে শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে র‍্যাব। মূলত বিভিন্ন অফিসের কাজে যোগদান কিংবা সামাজিকভাবে হেয় হওয়ার ভয়েই মানুষ এসব ভুয়া নেগেটিভ সার্টিফিকেট নিতো। তবে সনদের সিরিয়াল নাম্বার আইইডিসিআরের মূল ওয়েব সাইটে অন্তর্ভুক্ত হতো না।

Exit mobile version