Site icon Jamuna Television

শর্ত সাপেক্ষে মিলেছে ক্রিকেটারদের শ্রীলঙ্কা সফরের সবুজ সংকেত

করোনা মহামারির এ সময়ের মাঝেও শর্ত সাপেক্ষে শ্রীলঙ্কা সফরে মিলেছে ক্রিকেটারদের সবুজ সংকেত। স্বাস্থ্যবিধি ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেই বিসিবি সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে আশা করছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-কোয়াব-এর নেতৃবৃন্দ।

রোববার জাতীয় দল ও প্রথম শ্রেণির শীর্ষস্থানীয় ক্রিকেটারদের ভার্চুয়াল সভায় বসেছিলেন কোয়াব কর্তারা। সভাতে যোগ দিয়েছিলেন কোয়াব সভাপতি নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, আব্দুর রাজ্জাকসহ আরও কয়েকজন ক্রিকেটার। বাংলাদেশ জুলাইয়ে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে কিনা তা নিয়ে চলছে নানা আলোচনা।

ক্রিকেটারদের এই সভাতে শ্রীলংকা সফরের পাশাপাশি ঢাকা প্রিমিয়ার লিগ নিয়েও বিস্তারিত আলোচনা হয়। মাঝ পথে স্থগিত ঢাকা প্রিমিয়ার লিগের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া আগে দেশের সার্বিক পরিস্থিতি আরও কয়েকদিন পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।

Exit mobile version