Site icon Jamuna Television

সুশান্তর মৃত্যুতে এখনও নিশ্চুপ ধোনি

'মহেন্দ্র সিং ধোনি- আনটোল্ড স্টোরি' সিনেমার প্রচারণায় মাহেন্দ্র সিং ধোনি ও সুশান্ত সিং রাজপুত

টেনিস তারকা সানিয়া মির্জাসহ আরও অনেকেই বলিউডের সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে শোক জানালেও এ ঘটনায় অবশ্য এখন পর্যন্ত প্রতিক্রিয়া জানাননি ধোনি।

ভারতের কিংবদন্তী ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির বায়োপিক সিনেমার অভিনেতা হিসেবে কাজ করেন সুশান্ত সিংহ রাজপুত। স্বাভাবিকভাবেই তাই এ বিষয়ে ধোনির প্রতিক্রিয়ায় মুখিয়ে আছেন সবাই। মহেন্দ্র সিং ধোনি- আনটোল্ড স্টোরির ২য় পর্বেও সুশান্ত সিং রাজপুতের অভিনয় করার কথা ছিলো।

এদিকে সুশান্তকে হারিয়ে ভারতের ক্রিকেটাঙ্গনেও চলছে শোকের মাতম। শচিন, কোহলি, হরভজন সিংরা কোনভাবেই মেনে নিতে পারছে না এমন ঘটনা। শুধু কি ক্রিকেটাররা টেনিস তারকা সানিয়া মির্জাসহ আরও অনেকেই শোকাহত এ ঘটনায়।

Exit mobile version