Site icon Jamuna Television

করোনায় প্রাণ হারালেন আরও এক আনসার সদস্য

করোনায় প্রাণ হারালেন আরও এক আনসার সদস্য। করোনা আক্রান্ত হয়ে মৃত এই আনসার সদস্যের নাম মো. আব্দুর রউফ। তিনি ২০ আনসার ব্যাটালিয়নের সহকারী প্লাটুন কমান্ডার ছিলেন।

আজ সোমবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) ও গণসংযোগ কর্মকর্তা (অতিঃ দায়িত্ব) মেহনাজ তাবাসসুম রেবিন স্বাক্ষরিত এক বার্তায় তার মৃত্যুর খবর জানানো হয়।

গত ১০ জুন তিনি ছুটি নিয়ে তার নিজ বাড়িতে যান এবং ১২ জুন করোনা পরীক্ষায় তার ফলাফল পজেটিভ আসে।

সর্বশেষ তিনি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় নির্বাহী কর্মকর্তার নিয়ন্ত্রনাধীন মোবাইল কোর্ট ক্যাম্পে কর্মরত ছিলেন। তাকে তার গ্রামের বাড়ি গাইবন্ধায় দাফন করা হয়।

এ পর্যন্ত ৪৭৮ জন আনসার সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। এবং ২৯৭ জন সুস্থ হয়েছেন।

Exit mobile version