Site icon Jamuna Television

‘দেশ বড় ধরনের সংকটে’

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। পরে অতিথিদের নিয়ে প্রদর্শনী ঘুরে দেখেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব এসময় আরও বলেন, বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়েছে দেশ। সরকারের সঙ্গে যোগসাজশ করে নির্বাচন কমিশন ঢাকা উত্তর সিটির নির্বাচন বন্ধ করেছে বলেও অভিযোগ করেন তিনি।

জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে শতাধিক আলোকচিত্র স্থান পেয়েছে প্রদর্শনীতে। জিয়াউর রহমানের কর্মময় জীবনের নানা দিক উঠে এসেছে আলোকচিত্র প্রদর্শনীতে।

Exit mobile version