Site icon Jamuna Television

ঘরের মাঠে রেকর্ডের হাতছানি বার্সার সামনে

স্প্যানিশ লিগে আজ তিনটি ম্যাচ থাকলেও আকর্ষণের কেন্দ্রে আছে রাত দুইটায় মুখোমুখি হতে যাওয়া বার্সেলোনা ও লেগানেসের ম্যাচ। টেবিল টপার আর রেলিগেশন জোনে থাকা দলের অসম লড়াইয়ে ফেভারিট বার্সেলোনা।

এই ম্যাচ জিতলে ঘরের মাঠে রেকর্ড টানা ১৪ জয়ের কীর্তি গড়বে সেতিয়েনের বার্সা। সবশেষ ২০১৮ সালের নভেম্বরে নূ-ক্যাম্পে হেরেছিলো মেসির দল। গেল ম্যাচে বড় জয় পেলেও আজ বার্সেলোনা একাদশে আসবে পরিবর্তন। মৌসুমের পঞ্চম হলুদ কার্ড দেখায় নিষেধাজ্ঞার কারনে জর্ডি আলাবা’র সার্ভিস পাবে না কাতালান ক্লাবটি। সেই সাথে মূল একাদশে ফিরতে পারেন মিডফিল্ডার আর্থার ও রাকেটিচ।

তবে কেবল বার্সেলোনারই নয় নিষেধাজ্ঞায় মূল একাদশের দুই ফুটবলারের সার্ভিস পাবে না লেগানেস।

Exit mobile version