Site icon Jamuna Television

সুশান্তের শেষকৃত্য চলাকালীন শোকে ভাবীর মৃত্যু

সুশান্ত সিং রাজপুতের ভাবী মারা গেলেন শোকে!

সুশান্ত সিং রাজপুত চলে গিয়েছেন রোববার সকালে। একদিন পর সোমবার বিকেলে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে মুম্বাইতে। আর তার ঠিক পরই ফের দুঃসংবাদ সিং পরিবারে। সোমবার বিকেলে চলে গেলেন সুশান্ত সিং রাজপুতের ভাবী। খবর টাইমস অফ ইন্ডিয়া।

ভারতের বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা যায়, যখন মুম্বাইতে সুশান্তের শেষকৃত্য চলছিল, তখনই বিহারের পূর্ণিয়ায় ওই আত্মীয়ার মৃত্যু হয়। তিনি সুশান্তের এক কাজিনের স্ত্রী। জানা গিয়েছে, সুশান্তের মৃত্যুর খবর সহ্য করতে পারেননি তিনি। ওই খবর শোনার পর থেকেই খাওয়া-দাওয়া ছেড়ে দেন তিনি।

এদিকে সোমবার বাবার হাতেই শেষকৃত্য সম্পন্ন হয় এই অভিনেতার। সোমবার সকালেই পাটনা থেকে মুম্বাই পৌঁছান অভিনেতার বাবা। ভিলে পার্লেতে পবন হংস ক্রিমেটোরিয়ামে শেষ শয্যায় শায়িত হন অভিনেতা। শেষযাত্রায় তার পরিবারের পাশাপাশি বন্ধুবান্ধবরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ময়নাতদন্ত রিপোর্টে জানানো হয় খুন নয়, আত্মহত্যাই করেছেন সুশান্ত। সোমবার মুম্বাই পুলিশের তরফ থেকে জানানো হয় এই খবর। জানায়, সুশান্তের মৃত্যু হয়েছে গলায় দড়ি দেওয়ার ফলে অ্যাসফিকসিয়া (asphyxia) ঘটায়।

Exit mobile version