Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে অস্ত্রের ভয় দেখিয়ে লুটের অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নেয়ার অভিযোগ উঠেছে। এসময় বাড়িতে থাকা দুই নারী বাঁধা দিতে আসলে তাদের মারধর করা হয়। সোমবার রাতে সদর উপজেলার উত্তর হামছাদী গ্রামে এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর কোন সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

এদিকে করোনা পরিস্থিতির কারণে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতেই অবস্থান করছেন তারা।

ভুক্তভোগী ও তাদের পরিবার জানায়, মুখোশ পরা পাঁচ-ছয় জন দুর্বৃত্ত স্থানীয় সফিকুল ইসলামের ঘরে প্রবেশ করে। এসময় তার প্রবাস ফেরত ছেলে মিজানুর রহমান ও তার ভাইয়ের স্ত্রী ও শিশু সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে নগদ ৯৫ হাজার টাকা ও সাড়ে চার ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। পরে তারা ৯৯৯ ফোন করেও পুলিশ প্রশাসনের থেকে কোন সহায়তা পাননি বলে জানান।

ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে সদর থানার ওসি আজিজুর রহমান মিয়া জানান।

Exit mobile version