Site icon Jamuna Television

দ্বিতীয় দফায় করোনা ঠেকাতে মরিয়া চীন

দ্বিতীয় দফায় করোনা ঠেকাতে মরিয়া চীন

দ্বিতীয় দফায় মহামারি ঠেকাতে মরিয়া করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীন। রাজধানী বেইজিংয়ে গেলো চারদিনে নতুন করে সংক্রমিত হয়েছে ১০৬ জন। বিস্তার ঠেকাতে কঠোর লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

এছাড়া বেইজিং থেকে অন্যান্য প্রদেশে চলাচল ঠেকাতে মোতায়েন করা হয়েছে আধাসামরিক বাহিনীর হাজারো সদস্য। দ্রুত শনাক্তের মাধ্যমে ভাইরাস নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে শুরু হয়েছে গণ-নমুনা পরীক্ষা।

এদিকে টানা ৫০ দিন সংক্রমণ শূণ্য থাকার পর গত বৃহস্পতিবার প্রথম করোনা রোগী শনাক্ত হয় বেইজিংয়ে। ধারণা করা হচ্ছে, রাজধানীর অন্যতম প্রধান পাইকারি বাজার থেকে ছড়ায় ভাইরাসটি। এরপর শনিবারই বন্ধ করে দেয়া হয় বাজারটি। মঙ্গলবার আরও ১১টি বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। আক্রান্তদের সংস্পর্শে এসেছেন, এমন সন্দেহে সাড়ে ৭ লাখের বেশি মানুষকে রাখা হয়েছে কোয়ারেন্টাইনে।

Exit mobile version