Site icon Jamuna Television

অক্সিজেনের মূল্যবৃদ্ধির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট

দেশের সকল হাসপাতালে অক্সিজেনসহ পর্যাপ্ত ওষুধ সরবরাহ ও কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্যবৃদ্ধির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে।

আজ হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চে এই আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান লিংকন।

রিটে স্বাস্থ্য সচিব, ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক ও বিএসটিআই-এর মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।

আইনজীবী জানান, দেশের এই দুর্যোগকালীন সময়ে অক্সিজেনসহ ওষুধের সরবরাহ বন্ধ রেখে মুনাফালোভী ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করছে। মজুদ ও দাম বেশি রাখায় মহামারির মধ্যে মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছে। বৃদ্ধি পেয়েছে জীবনহানির আশঙ্কা। এই অমানবিক কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে রিটে দাবি জানানো হয়েছে।

টিবিজেড/

Exit mobile version