Site icon Jamuna Television

নমুনা পরীক্ষা বন্ধ করলেই করোনা সংক্রমণ কমে যাবে: ট্রাম্প

করোনাভাইরাস শনাক্ত করার পরীক্ষা বেশি করা হচ্ছে বলেই যুক্তরাষ্ট্রে দ্রুত হারে করোনা সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, করোনা শনাক্তকরণ পরীক্ষা বন্ধ করলেই সংক্রমণের হারও কমে যাবে। এরআগেও করোনা সংক্রমণ নিয়ে বিতর্কিত নানা মন্তব্য করেন ট্রাম্প। সেইসাথে করোনা সংক্রমণের দায়ে চীন ও দায়িত্বে অবহেলার দায়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে একতরফা দোষারপ করে আসছেন ট্রাম্প।

এক টুইটবার্তায় ট্রাম্প বলেছেন, ‘অন্য দেশের চেয়ে আমাদের দেশে করোনার টেস্টিং ব্যাপক আকারে এবং উন্নত পদ্ধতিতে হচ্ছে (এটা আমরা খুব ভালো কাজ করছি)। এ কারণেই অনেক বেশি সংক্রমণ দেখা যাচ্ছে। টেস্টিং না হলে বা দুর্বল পদ্ধতিতে টেস্টিং হলে দেখা যেত, এই দেশে করোনা সংক্রমিত কোনো রোগীই প্রায় নেই।’ তিনি আরও বলেন, করোনার টেস্টিং হলো দুদিকে ধার দেওয়া তরবারি—এটা আমাদের খারাপ অবস্থাকে প্রকাশ্য করছে। অন্যদিকে, এটা একটি ভালো কাজ।’

আমেরিকায় করোনায় এখন পর্যন্ত ১ লাখ ১৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

Exit mobile version